40520

11/12/2025 তাইজুল-হাসানের আঘাতে ‘১৫ মিনিটে’ অলআউট আয়ারল্যান্ড

তাইজুল-হাসানের আঘাতে ‘১৫ মিনিটে’ অলআউট আয়ারল্যান্ড

খেলা ডেস্ক

১২ নভেম্বর ২০২৫ ১০:০২

৮ উইকেটে ২৭০ রান তুলে সিলেট টেস্টের প্রথম দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। আজ (বুধবার) তারা আর স্রেফ ১৫ মিনিট টিকতে পেরেছে। তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ অবশিষ্ট দুই ‍উইকেট তুলে নিয়ে আইরিশদের গুটিয়ে দিয়েছে ২৮৬ রানে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন যথারীতি সাড়ে ৯টায় শুরু হয়েছিল। হাসান মাহমুদের করা প্রথম ওভারে দুটি চার হাঁকিয়ে আজ শুরুটা করেন ব্যারি ম্যাককার্থি। পরের ওভারে তাইজুল আক্রমণে এসে দ্বিতীয় ডেলিভারিতেই এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন ম্যাথু হামপ্রিসকে। গতকাল ৯০তম ওভারের শেষ বলেই বাঁহাতি এই স্পিনার জর্ডান নেইলকে এলবিডব্লিউ করেছিলেন। ফলে হামপ্রিস প্রথম বলটি খেলেন তাইজুলের বিপক্ষে। ফিরলেন পরের বলেই।

হাসানের করা পরের ওভারের দ্বিতীয় বলে ম্যাককার্থি বোল্ড হওয়ার মধ্য দিয়ে শেষ হয় আইরিশদের প্রথম ইনিংস। এই টেলএন্ডার ৬৪ বলে ৩১ রান করেন। এর আগেরদিন আইরিশদের পক্ষে ৭৬ বলে ৯ চারের সাহায্যে সর্বোচ্চ ৬০ রান আসে অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিংয়ের ব্যাটে। ম্যাচ শুরুর চতুর্থ বলেই অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে ফেরানোর পর স্টার্লিং ও ক্যাড কারমাইকেল মিলে ৯৬ রান যোগ করেন। কারমাইকেলের ব্যাটে আসে ৫৯ রান। ১২৯ বলের ইনিংসে তিনি ৭টি চার হাঁকান।

এ ছাড়া কার্টিস ক্যাম্ফার ৪৪, লরকান টাকার ৪১, ম্যাককার্থি ৩১ এবং জর্ডান নেইল ৩০ রান করেছেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া হাসান, হাসান মুরাদ, তাইজুল ২টি করে এবং নাহিদ রানা এক উইকেট নিয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]