40308

11/03/2025 অর্থ নয়, আত্মতৃপ্তিই চিকিৎসার আসল প্রাপ্তি

অর্থ নয়, আত্মতৃপ্তিই চিকিৎসার আসল প্রাপ্তি

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর ২০২৫ ১৪:৪৩

চিকিৎসা পেশার মূল লক্ষ্য হওয়া উচিত আত্মতৃপ্তি, সততা এবং রোগীর প্রতি পূর্ণ দায়িত্ববোধএমন বার্তাই দিয়েছেন দেশের কিংবদন্তি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। তিনি বলেন, অর্থের পেছনে নয়, সন্তুষ্টির পেছনে ছুটুন; আপনি যদি ভালো চিকিৎসক হন, মানুষ আপনাকে খুঁজে নেবে।

রোববার (২ নভেম্বর) বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ইন্টারনাল মেডিসিন ডে-২০২৫ উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চিকিৎসা পেশায় নৈতিকতা, আত্মতৃপ্তি ও সামাজিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, টাকা এমন কিছু যা কখনো মানসিক তৃপ্তি দিতে পারে না। দিনের শেষে নিজের কাছে প্রশ্ন করবেনআমি কি আমার রোগীর জন্য সর্বোচ্চটা দিয়েছি? যদি উত্তর হয় ‘হ্যাঁ’, তাহলে আলহামদুলিল্লাহএর চেয়ে বড় প্রাপ্তি নেই।

তিনি তরুণ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, বন্ধু বা সহকর্মীরা গাড়ি, বাড়ি বা অর্থের কথা বলবে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি সত্যিকারের নিবেদিত চিকিৎসক হন, অর্থ আপনা আপনিই আপনার পেছনে আসবে। চিকিৎসা কোনো বাণিজ্য নয়এটা সেবার পেশা।

দেশের প্রেক্ষাপটে বিশেষজ্ঞের ঘাটতি তুলে ধরে অধ্যাপক সিদ্দিকী বলেন, ১৮ কোটি মানুষের জন্য আনুপাতিক হারে বিশেষজ্ঞ তৈরি করা সম্ভব নয়তাই প্রথমেই দরকার ভালো মানের এমবিবিএস চিকিৎসকএকজন সৎ ও দক্ষ সাধারণ চিকিৎসকও সমাজে বিশাল প্রভাব ফেলতে পারেনতিনি তরুণ চিকিৎসকদের আহ্বান জানান যেন তারা আত্মোন্নয়ন, মানবিকতাপেশাগত সততার মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।

তিনি আরও বলেন, পেশা সম্পর্কে অনেক নেতিবাচক কথা শোনা যায়কেউ বলে এতে ভবিষ্যৎ নেই, কেউ বলে কষ্ট বেশি। এসব কথায় কান দেবেন না। আপনি যদি সত্যিকারের ভালো ডাক্তার হন, মানুষ আপনাকে চিনবেই।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান। গেস্ট অব অনার ছিলেন অধ্যাপক মো. রাজিবুর আলম, অধ্যাপক ডা. সাইয়েদুর রহমান ও অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো. কামরুল আলম (অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ), ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান (পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), অধ্যাপক সাকি মো. জাকিউল আলম (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ) এবং অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ (ভাইস-প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ)।

অনুষ্ঠানের সূচনা হয় স্বাগত ভাষণের মাধ্যমে, যা প্রদান করেন ডা. মোহাম্মদ জাকারিয়া আল-আজিজ, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও মেম্বার সেক্রেটারি, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মঞ্জুরুল হক। তার বক্তব্যের বিষয় ছিল 'রোগী ব্যবস্থাপনা ও মেডিকেল শিক্ষায় ইন্টারনাল মেডিসিনের ভূমিকা'। বক্তারা তাদের বক্তব্যে বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ইন্টারনাল মেডিসিন চিকিৎসকদের বহুমাত্রিক জ্ঞান ও দক্ষতা রোগীর সার্বিক যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গবেষণা, শিক্ষা ও ক্লিনিক্যাল সেবার সমন্বয়ে এই ক্ষেত্রটি দেশের স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত খুলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]