40164

10/28/2025 রসিকতা করে যা বললেন দুরেফিশান

রসিকতা করে যা বললেন দুরেফিশান

বিনোদন ডেস্ক

২৭ অক্টোবর ২০২৫ ১৮:১৭

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। অভিনেত্রী নিদা ইয়াসিরের রমজান বিষয়ক শো 'শান-এ-সুহুর'-এ অতিথি হয়ে এসেছিলেন দুরেফিশান।

সেখানেই দুরেফিশান জানান, একবার একটি অভিজাত পাঁচ তারকা হোটেল থেকে তিনি 'জায়নামাজ' (নামাজের পাটি) চুরি করেছিলেন। দুরেফিশানের এই স্বীকারোক্তি হতবাক করে দেয় অনুষ্ঠানের সঞ্চালক নিদা ইয়াসির এবং সহ-অতিথি মিকায়েল জুলফিকারকে।

সেই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, দুরেফিশান হাসতে হাসতে এই ঘটনা বলে। অভিনেত্রী সেই অনুষ্ঠানে বলেন, ‘আমি একবার একটি বড় হোটেল থেকে একটি জায়নামাজ চুরি করেছিলাম, কারণ এটি খুবই নরম এবং দারুণ ছিল।’

তার কথা শুনে দর্শক-শ্রোতারা হেসে উঠলে অভিনেতা মিকায়েল জুলফিকার অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘নামাজের পাটি চুরি করতে কি আপনার লজ্জা লাগেনি?’ এর জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হলো, যেহেতু এটি আমি নামাজ পড়ার জন্য ব্যবহার করব তাই আল্লাহ হয়তো আমার এই কাজটি ধরবেন না।’

দুরেফিশানের এমন মন্তব্যের পর রসিকতা ধরে রাখতে পারেননি অভিনেতা মিকায়েল। তিনি সঙ্গে সঙ্গে পাল্টা কৌতুক করে বলেন, ‘তাহলে তো মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করে, তাদেরও মাফ হয়ে যাওয়া উচিত।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]