40163

10/28/2025 টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ জাকের আলি

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ জাকের আলি

খেলা ডেস্ক

২৭ অক্টোবর ২০২৫ ১৭:৫৪

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। মিরপুর থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে চট্টগ্রামে এসেছে টাইগাররা। তবে এবার ক্যারিবিয়ানদের পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টির লড়াই। তাই বাড়তি চ্যালেঞ্জ থাকছে টাইগারদের সামনে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস। অধিনায়ক ফেরায় একাদশে জায়গা হারিয়েছেন জাকের আলি। সাম্প্রতিক সময়ে তার বাজে ফর্মই তার বাদ পড়ার বড় কারণ।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ‍্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]