39408

10/28/2025 যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ : বাবার পর না ফেরার দেশে শিশু তানভীর

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ : বাবার পর না ফেরার দেশে শিশু তানভীর

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:২১

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু তানভীর (৯) মারা গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, যাত্রাবাড়িতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আজ সকালে শিশু তানভীর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত বুধবার শিশু তানভীরের বাবা ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে এইচডিইউতে মারা যান। এই ঘটনায় এখনো তুহিনের স্ত্রী ও এক সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]