লন্ডনের ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট স্কয়ারে এক বিক্ষোভ থেকে অন্তত ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (৯ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয়।
লন্ডনের পুলিশ বলেছে, যুক্তরাজ্যে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা “প্যালেস্টাইন অ্যাকশন” নামের একটি গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিবিসির খবরে বলা হয়, ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ এ বিক্ষোভ আয়োজন করে বলে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পুলিশ জানিয়েছে, পার্লামেন্ট স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে “প্যালেস্টাইন অ্যাকশন”-এর পক্ষে সমর্থন জানানোয় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, বিক্ষোভের শুরুতে পার্লামেন্ট স্কয়ারে ৫০০ থেকে ৬০০ জন ছিলেন। তাদের মধ্যে অনেক দর্শক, সাংবাদিক ছিলেন। আবার এমন অনেকে ছিলেন, যাদের হাতে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে কোনো প্ল্যাকার্ড ছিল না। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনটিকে সমর্থন করার অভিযোগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ ৩৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আরও অনেককে গ্রেপ্তার করার খবর দেয় রয়টার্স। এছাড়া পুলিশের ওপর হামলার অভিযোগে পাঁচজনসহ সাত ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তবে পুলিশ সদস্যরা গুরুতর আহত হননি।
রয়টার্সের খবরে বলা হয়, লন্ডন মেট্রোপলিটন পুলিশ বিভাগ সামাজিকমাধ্যম এক্সে এক বার্তায় বলেছে, এ পর্যন্ত ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে তারা।
 
        
      