34753

10/31/2025 সাবেক ইসি মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন

সাবেক ইসি মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই ২০২৫ ১১:৩৫

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।

ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবিএম আব্দুস সাত্তার এক শোকবার্তায় জানান, সোমবার (২১ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে চট্টগ্রামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই নির্বাচন কমিশনার।

আবদুল মোবারক ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের আমলে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১৫৩ জন এমপি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় বেশ বিতর্কের জন্ম দেয়।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]