জেলা পরিষদ নির্বাচন
বৈধ অস্ত্র প্রদর্শন-বহন নিষিদ্ধ ৭ দিন
 প্রকাশিত: 
 ১৭ অক্টোবর ২০২২ ০২:০৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৫:৫৩
                                সারাদেশে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ১৪-২০ অক্টোবর বৈধ অস্ত্র প্রদর্শন ও বহন নিষিদ্ধ করেছে সরকার।
রোববার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।
এতে বলা হয়, ১৭ অক্টোবর ৬১টি জেলার জেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৬ এর স্মারক মোতাবেক ‘আর্মস অ্যাক্ট-১৮৭৮’ এর ধারা ১৭(ক)(১) অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে।
আরও বলা হয়, ভোটের আগে তিনদিন ভোটগ্রহণের দিন এবং ভোটের পরে তিনদিনসহ মোট সাতদিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীরা আগ্নেয়াস্ত্রসহ চলাচল বা বহন বা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
যারা এ আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ‘দ্য আর্ম অ্যাক্ট, ১৮৭৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: