কোনভাবেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবে না সরকার: আইনমন্ত্রী
 প্রকাশিত: 
 ৩ অক্টোবর ২০২২ ২০:৩৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৯:৫২
                                আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো না।
সোমবার (০৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও বিভিন্ন মন্দিরে অনুদান প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা নিয়ে যে বক্তব্য দিয়েছেন- তা বিএনপির বোধদয়ের লক্ষণ। আমরা চাই তারা নির্বাচনে আসুক। নিজেদের মধ্যে মারামারি-কাটাকাটি ও লাঠি নিয়ে সমাবেশ করে কোনো লাভ হবে না। এতে উল্টো তাদের ও জনগণের ক্ষতি। আর জনগণের জান-মালের ক্ষতি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চুপ করে থাকবে না।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, ইউএনও অংগ্যজাই মারমা, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: