বিএনপির আন্দোলন লোক দেখানো, সরকার সকল দায়িত্ব পালন করছে: কৃষিমন্ত্রী
 প্রকাশিত: 
 ২০ সেপ্টেম্বর ২০২২ ০০:৩৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১১:৫০
                                কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, লোকজনকে দেখানোর জন্য আন্দোলনের প্রতিযোগিতায় নেমেছে বিএনপি। তারা প্রতিদিন উসকানিমূলক কথাবার্তা, স্লোগান ও কর্মসূচি দিচ্ছে। রাস্তাঘাট অবরোধ-আটকে মানুষের চলাফেরায় ভোগান্তি সৃষ্টি করছে। তারা অহেতুক পুলিশের ওপর আক্রমণ করে।
তিনি বলেন, ‘প্রতিদিন আন্দোলন কর্মসূচি দেওয়ার মতো কোনও কারণ নেই। সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। সেটিই সরকার করছে।’
সোমবার (১৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘বিদ্যমান শস্যবিন্যাসে তেল ফসলের অন্তর্ভুক্তি এবং ধানের অধিক ফলনশীল জাতগুলোর উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিএনপি আন্দোলনে কোনোদিন সফল হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘২০১৪ সালে বিএনপি একটানা তিন মাস আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, গাড়ি ভাঙচুর, মানুষকে পুড়িয়ে মারাসহ তাণ্ডব চালিয়েছিল। তখনও তারা সফল হয়নি। খালেদা জিয়া লজ্জাবনত মাথায় মুখে কালিমা মেখে ঘরে ফিরে গিয়েছিলেন। তিন মাসেও সফল হয়নি। আর এখন উসকানিমূলক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের মাধ্যমে তাণ্ডব সৃষ্টি করে সফল হতে পারবে না। তাদেরকে জনগণ প্রতিহত করবে।’
আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথের মানুষ, তাদেরকে রাজপথের আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আমরাও রাজপথের মানুষ। আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মীই রাজপথে আন্দোলন করেছে, জেল খেটেছে, মামলা-মোকদ্দমা মোকাবিলা করেছেন। আগামী দিনেও যেকোনও পরিস্থিতি মোকাবিলা করবে।’

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: