রোববার জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন বাছাই
 প্রকাশিত: 
 ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১১:৫২
আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র রোববার (১৮ সেপ্টেম্বর) যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট জেলার প্রশাসক।
ইসির প্রতিবেদনের তথ্যমতে, ৬১ জেলার এ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৬২ জন, সাধারণ সদস্য পদে এক হাজার ৯৮৩ জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭১৫ জন।
চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী রয়েছেন ১৯ জেলায়। এই জেলাগুলো হচ্ছে— গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরিয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট।
এসব প্রার্থীদের মনোনয়ন বাতিল বা প্রত্যাহার না হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
জেলা পরিষদ নির্বচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: