বৃহস্পতিবার চূড়ান্ত হতে পারে নির্বাচনি আচরণ বিধিমালা
 প্রকাশিত: 
 ৬ আগস্ট ২০২৫ ০৯:২৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০০:২৯
 
                                ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে আগামীকাল বৃহস্পতিবার (০৭ আগস্ট) কমিশনের নবম সভায় ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে কমিশন সভার বিষয়টি জানা যায়।
অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনের নবম সভা আগামী বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভা কক্ষে অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচিতে যা রয়েছে—
(ক) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫;
(খ) গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫; এবং বিবিধ।
এতে আরও বলা হয়েছে, সভার বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।
এর আগে, গত ১৯ জুন কমিশনের সপ্তম কমিশন সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছিল ইসি। বিধিমালায় আসন্ন সংসদ নির্বাচনে পোস্টারের ব্যবহার বন্ধ, বিধি লঙ্ঘনে সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা ও প্রচার প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারের নতুন বিধান যুক্ত করা হয়েছে।
ওই সময় কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকের বলেন, খসড়া আচরণবিধি আজ কমিশন অনুমোদন দিয়েছে। এর কয়েকটি বিষয় রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধন ও ঐকমত্য কমিশনের সুপারিশের সঙ্গে সম্পৃক্ত।
এরপর রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থা ও নাগরিকদের কাছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ চূড়ান্ত করতে মতামত চায় ইসি। এর প্রেক্ষিতে দিনের মধ্যে ৪২টিরও বেশি মতামত জমা পড়ে। এর মধ্যে বিএনপি, বাংলাদেশ জাসদ, বিকল্পধারা, ইসলামী ঐক্যজোটসহ অন্তত আটটি রাজনৈতিক দল এবং টিআইবি, আইইডি-র মতো কয়েকটি সংস্থা ও ২৯ জন ব্যক্তি মতামত দিয়েছেন। এসব প্রস্তাবের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধ, ডিজিটাল প্রচারণার নীতিমালা এবং নির্বাচনী পোস্টার নিষিদ্ধের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: