ভিসার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে অবস্থানে মিলতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা
 প্রকাশিত: 
 ২৯ জুলাই ২০২৫ ০৮:৫৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৩২
 
                                যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়েছে, আপনি যদি যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন। কনস্যুলার অফিসারদের কাছে আপনার অভিবাসনের পূর্ণ ইতিহাস থাকে এবং আগের যেকোনো ধরনের নিয়ম লঙ্ঘনের তথ্য তারা জানতে পারেন। ‘ভুলবশত’ এমন কিছু করার সুযোগ নেই। আপনার দায়িত্ব হলো ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা।
ডিএম /সীমা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: