প্রধান উপদেষ্টার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীসহ অংশীজনদের বৈঠক
নির্বাচন ঘিরে প্রশাসনে রদবদল নিয়ে আলোচনা
 প্রকাশিত: 
 ২৮ জুলাই ২০২৫ ১৩:২৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৩৬
 
                                আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে প্রয়োজনে রদবদলের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের রদবদল নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন, নির্বাচনের আগে প্রশাসনে রদবদল আসন্ন। এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে- সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু সিদ্ধান্ত হয়েছে।
কোন প্রক্রিয়ায় রদবদলগুলো হবে- সাংবাদিকরা জানতে চাইলে উপ-প্রেস সচিব বলেন, রদবদল হবে; কিন্তু সব জায়গাতেই রদবদল হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। যেখানে প্রয়োজন হবে শুধু সেখানেই রদবদলের সিদ্ধান্ত হয়েছে।
ডিএম /সীমা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: