সমালোচনার কাঠগড়ায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব
 প্রকাশিত: 
 ২২ জুলাই ২০২৫ ১২:৩৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩৯
 
                                রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অসংখ্য শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। আহত হয়েছে শতাধিক। আকস্মিক এমন দুর্ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। সোমবার দুপুরের এই ঘটনায় সরকারের পক্ষ থেকে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। এরমধ্যে মঙ্গলবার (২২ জুলাই) পূর্বনির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও সংশ্লিষ্টরা সিদ্ধান্ত জানিয়েছেন গভীর রাতে। যা নিয়ে ক্ষোভ দেখা দেয় দেশজুড়ে।
এজন্য শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবকে দায়ী করেন বিক্ষুব্ধরা। মঙ্গলবার সকালের দিকে পরীক্ষা স্থগিতের খবর জানার আগেই অনেক শিক্ষার্থী পরীক্ষা বয়কটের ডাক দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। এসময় তারা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা সচিবালয়ের দিকে চলে আসেন। সচিবালয়ের গেটে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।
অন্যদিকে ধানমন্ডির বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। রাজধানীর মিরপুর ও মগবাজার এলাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের দিকে এগোতে থাকেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এজন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাচ্ছেন। ২৪ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে অনেকে ফেসবুকে শিক্ষা উপদেষ্টা ও সচিবের কড়া সমালোচনা করে নানা কথাবার্তা বলছেন।
অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বলেছেন, ‘আমি সাধারণত উপদেষ্টাদের ফোন করি না। আজকে (সোমবার) দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই আবরার ভাইকে ফোন দিয়ে বলছি পরীক্ষা স্থগিত করে দেন। তখন বাংলাদেশ টাইম বেলা তিনটা হবে। উনি বললেন দেখতেছি। আমি কল্পনাও করি নাই এই সিদ্ধান্ত উনি নিতে পারবেন না। পরে জানলাম, শিক্ষা সচিব এই পরীক্ষা স্থগিত করতে রাজি হন নাই। তাইলে আবরার ভাই কেনো শিক্ষা উপদেষ্টা থাকবেন। শিক্ষা সচিবকে উপদেষ্টা বানায়ে দিলেই হয়।’
অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) এর পক্ষ থেকে শিক্ষার্থীদের পরীক্ষা বয়কটের ডাককে সমর্থন দেওয়ার কথা জানানো হয়।
সংগঠনের সভাপতি রায়হান পাটোয়ারী তাদের ফেসবুক পেজে পোস্ট করেছেন, ‘আমরা এইচএসসি পরীক্ষা বয়কটকে সমর্থন জানাচ্ছি। ছোট ভাইরা কেউ পরীক্ষা দিতে যাবা না। এই বয়কটের পরেও যদি পরীক্ষা নেওয়া হয় এবং কোনো একজন শিক্ষার্থী ক্ষতির সম্মুখীন হয় পুনাব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে সেটা ট্যাকেল দিবে।’
এতে আরও বলা হয়, ‘ছোট ভাইরা বয়কট চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। কিছু হলে ঢাল হয়ে আমরা দাঁড়াব। মানসিক অস্থিরতা থেকে মুক্ত থাকো, নিজেদের ট্রমা থেকে বেরিয়ে এসে পরের ডেটের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।’
পরীক্ষা স্থগিতের বিষয়ে সরকারের একাধিক উপদেষ্টাও আগে থেকে চেষ্টা করেছেন। শিক্ষা উপদেষ্টাকে বলা হলেও তিনি সিদ্ধান্ত জানাতে পারেননি। কারণ শিক্ষা সচিব মাইলস্টোনের ঘটনার সঙ্গে পরীক্ষার সম্পর্ক নেই এমনটা জানান। পরে অন্য আরও উপদেষ্টারা শিক্ষা উপদেষ্টাকে রাজি করাতে সক্ষম হওয়ার পর সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানায় সরকার।
এদিকে সকালে মাইলস্টোন স্কুলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: