বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১
 প্রকাশিত: 
 ২২ জুলাই ২০২৫ ১০:৪০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩৯
 
                                রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দুইটায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য জানায়।
আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেলে তিনজন, সিএমএইচে ২৮ জন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১৩ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ইউনাইটেড হাসপাতালে দুজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
ডিএম /সীমা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: