খুলনা-বরিশালের সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি
 প্রকাশিত: 
 ২০ জুলাই ২০২৫ ১৩:২৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৪৮
 
                                খুলনা ও বরিশাল রেঞ্জের সব থানায় এবং খুলনা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের অধীন সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা।
রবিবার (২০ জুলাই) পুলিশ সদরদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামীকাল সোমবার (২১ জুলাই) থেকে এসব অঞ্চলে সব ধরনের অনলাইন জিডি সেবা চালু হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা সহজে পৌঁছে দিতেই ঘরে বসেই সব ধরনের অনলাইন জিডি সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ। এ পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর রেঞ্জ এবং সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ এলাকায় ৪৫৭টি থানায় এই সেবা চালু হয়েছে।
এর আগে অনলাইনে শুধু হারানো কিংবা কোনো কিছু পাওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি করা যেত। এখন থেকে খুলনা ও বরিশাল রেঞ্জের সব জেলা এবং খুলনা ও বরিশাল মহানগরের মোট ১২২টি থানায় সব ধরনের জিডি অনলাইনে করা যাবে।
অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে “অনলাইন জিডি” অ্যাপ ডাউনলোডের পর নিবন্ধন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার নিবন্ধের প্রয়োজন নেই।
রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।
এর আগে গত ১ জুলাই ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সব জেলার সব থানায় অনলাইন জিডি সেবা চালু হয়।
ডিএম /সীমা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: