পরা যাবেনা কানের দুল, হিয়ারিং এইড ব্যবহারে লাগবে অনুমোদন
 প্রকাশিত: 
 ৮ জুলাই ২০২৫ ১৫:২৩
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৪:২৬
 
                                আগামী ২৪ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা, যেখানে পরীক্ষার হলে কানের দুল পরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে বিশেষ প্রয়োজনে হিয়ারিং এইড ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অনুমোদন নিতে হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) পরীক্ষা চলাকালীন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই কঠোর নির্দেশনা জারি করেছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা পৃথক ৩টি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
এতে বলা হয়েছে, ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর পদ-সংক্রান্ত বিষয়ের পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে।
এতে বলা হয়েছে, পরীক্ষায় প্রার্থীদের বই-পুস্তক, মোবাইল ফোন, ঘড়ি, সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, গহনা, ব্যাগসহ নিষিদ্ধ সব সামগ্রী নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। প্রবেশপত্র যাচাইয়ের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সদস্যদের তত্ত্বাবধানে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। এছাড়া, পরীক্ষার দিন সব প্রার্থীদের মোবাইল ফোনে নিষিদ্ধ সামগ্রীর বিষয়ে সতর্কবার্তা এসএমএসের মাধ্যমে পাঠানো হবে, যা অবশ্যই মেনে চলতে হবে।
বিপিএসসি আরও জানিয়েছে, পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে, অর্থাৎ পরীক্ষার দিন সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে প্রার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এর পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ থাকবে না। এছাড়া, পরীক্ষার হলে কানের ওপর কোনো আবরণ পরিধান নিষিদ্ধ। বিশেষ ক্ষেত্রে, হিয়ারিং এইড ব্যবহারের জন্য প্রার্থীদের অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন নিতে হবে।
এছাড়া, নিষিদ্ধ সামগ্রীসহ পরীক্ষায় প্রবেশের চেষ্টা করলে তা বাজেয়াপ্ত করা হবে এবং প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। পাশাপাশি, ভবিষ্যতে বিপিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য সেই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। এছাড়া, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ এর বিভিন্ন ধারায় উল্লেখিত অপরাধ সংঘটনের ক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
ডিএম /সীমা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: