সুষ্ঠু ভোট শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
 প্রকাশিত: 
 ৬ জুলাই ২০২৫ ০৯:২৪
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৪:২৩
 
                                নির্বাচনের জন্য প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। তবে সুষ্ঠু ভোট শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। নির্বাচন কমিশন এবং ভোটে অংশগ্রহণকারী দলগুলোর ওপরেও নির্ভর করে— এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৬ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে মবের ঘটনা বেড়েছে। তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ সময় লালমনিরহাটে থানায় হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শনে যান। সেখানে তিনি বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে মালয়েশিয়া থেকে তিনজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা জঙ্গি নয়। বাকি পাঁচজনের বিষয়ে দেশটির সাথে যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
ডিএম /সীমা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: