তিন মন্ত্রণালয়ে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে: জ্বালানি উপদেষ্টা
 প্রকাশিত: 
 ৫ জুলাই ২০২৫ ১১:৪২
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৪:৩৯
 
                                গত কয়েক মাসে তিন মন্ত্রণালয়ে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।
আজ শনিবার সকালে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় এবং রেলপথ মন্ত্রনালয়ের এই উপদেষ্টা।
এ সময় উপদেষ্টা জানান, জ্বালানি তেল কেনার সময় দরপত্র জমা, পদ্মা রেলওয়ের জন্য ভাঙা স্টেশন নির্মাণে ব্যয় সংকোচন, এলপিজি কেনা এবং অপ্রয়োজনীয় প্রকল্প বাদসহ বিভিন্নভাবে গত কয়েক মাসে এই তিনটি মন্ত্রণালয়ে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।
ফাওজুল কবির বলেন, ‘আমরা সম্পদ বিবরণী জমা দিয়ে উপদেষ্টা পরিষদে যোগদান করেছি। সময় শেষে আবার সম্পদ বিবরণী জমা দিয়ে বিদায় নেব। এতে জনসাধারণ দেখতে পারবে এই স্বল্প সময়ের মধ্যে আমাদের সম্পদের কী পরিবর্তন হয়েছে। এতে একটি ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন হবে।’
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, ‘‘বিখ্যাত ‘লাইলাতুল’ নির্বাচনের দায়িত্বে থাকা সকল সরকারি কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। সেই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন, তাদেরও সবাইকে অপসারণ করা হয়েছে। সামনে নির্বাচন- এটি একটি কঠিন দায়িত্ব, জাতির জন্য কঠিন অগ্নিপরীক্ষা। যদি এই দায়িত্ব যথাযথভাবে পালিত না হয়, তাহলে নির্বাচন কমিশনার নুরুল হুদা এবং বিগত ডিসি, এসপিদের মতো পরিণতি হতে পারে।’
উপদেষ্টা আরও বলেন, ‘প্রবাসী ও তরুণরা প্রথমবারের মতো ভোট দেবেন। কে কাকে ভোট দেবেন, তা আপনি-আমি জানি না। কাজেই কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তার কাজ নয়। যিনি নির্বাচিত হবেন, তার সঙ্গে কাজ করাই সরকারি কর্মকর্তার কাজ।’
মতবিনিময় সভায় বিজিবি, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক নেতারা ও জেলার সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
দুই দিনের সফর শেষে আজ বিকেলে রাজধানীর উদ্দেশে রওনা হবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।
এসএন /সীমা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: