প্রাইমার কেন ব্যবহার করা হয়, কীভাবে ঘরে তৈরি করবেন?
 প্রকাশিত: 
 ৪ জানুয়ারী ২০২৪ ১০:৪৯
 আপডেট:
 ৩০ অক্টোবর ২০২৫ ২২:৪৫
 
                                মেকআপ করতে ভালোবাসেন অনেকেই। বিশেষ দিন বা উৎসবে নিজেকে আরেকটু বেশি সুন্দর দেখাতে এর বিকল্প নেই। তবে ঘরে মেকআপ করলে তা কেন যেন দীর্ঘক্ষণ টেকে না। কয়েক ঘণ্টা পরই জৌলুস হারায়। কারণ, মেকআপের সময় বেশিরভাগ মানুষ একটি ভুল করে ফেলেন। জানেন কি, এই ভুলটি কী?
মেকআপ করার সময় সব সামগ্রী ব্যবহার করা হলেও অনেকেই বাদ দেন প্রাইমার। কিন্তু মেকআপের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ত্বককে চড়া মেকআপের হাত থেকে সুরক্ষা দেয় প্রাইমার। এটি ত্বক মসৃণ রাখে, মেকআপ দীর্ঘ ক্ষণ টিকিয়ে রাখে।

মেকআপ নিখুঁত করতে সাহায্য করে প্রাইমার। সাজতে ইচ্ছা না করলে প্রাইমারের উপর ব্লাশার আর কম্প্যাক্ট দিয়েই সাজ পূর্ণ করা যায়। কারণ, প্রাইমারের নিজেরই ঔজ্জ্বল্য আছে। এতে ত্বক চকচকে দেখায়, সাজে ঔজ্জ্বল্য আসে।
কিন্তু মেকআপ বক্সে যদি প্রাইমার না থাকে। চাইলেই কিন্তু ঘরে বানিয়ে ফেলতে পারেন প্রয়োজনীয় এই মেকআপ কিট। রাসায়নিকযুক্ত প্রাইমারের তুলনায় এর গুণ অনেক বেশি।

প্রাইমার তৈরি করতে যা যা লাগবে-
পানি
অ্যালোভেরা জেল
আমন্ড অয়েল
কীভাবে প্রাইমার তৈরি করবেন?
একটি পাত্রে তিন চামচ পানি, বড় এক চামচ অ্যালোভেরা জেল আর দু’ফোটা আমন্ড অয়েল নিন। ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি। একটি কাঁচের পাত্রে এই মিশ্রণ ভরে রাখুন। ফাউন্ডেশন ব্যবহারের আগে ত্বকে এই ঘরোয়া প্রাইমার মেখে নিন।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: