কানাডার টরন্টোতে গোলাগুলিতে নিহত ৬
 প্রকাশিত: 
 ১৯ ডিসেম্বর ২০২২ ২২:২৮
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:২৯
 
                                কানাডার টরন্টোতে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন বন্দুকধারী নিজেও। স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোর শহরতলির একটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
সোমবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে টরন্টো শহরতলির একটি আবাসিক ইউনিটে অভিযুক্ত বন্দুকধারী পাঁচজনকে গুলি করে হত্যা করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে টরন্টোর শহরতলি ভন এলাকায় এই ঘটনার পর পুলিশ ডাকা হয়।
দ্য গার্ডিয়ান বলছে, কানাডায় ব্যাপক গোলাগুলির ঘটনা খুবই বিরল এবং টরন্টো দীর্ঘকাল ধরে নিজেকে বিশ্বের অন্যতম নিরাপদ বড় শহর হিসেবে বজায় রেখে এসেছে।
রোববার রাতে ইয়র্কের আঞ্চলিক পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর কর্মকর্তা এবং একজন পুরুষ বন্দুকধারীর মুখোমুখি হয় এবং তাকে গুলি করা হয়। পরে তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।’
ইয়র্ক পুলিশ প্রধান জেমস ম্যাকসুইন বলেছেন, ‘ভয়াবহ দৃশ্য। তাদের মধ্যে একজন অপরাধী। বাকি পাঁচজন ভুক্তভোগী।’
এদিকে এই ঘটনায় অন্য এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর হলেও তিনি বেঁচে থাকতে পারবেন বলে আশা করা হচ্ছে।
ম্যাকসুইন বলছেন, অভিযুক্ত বন্দুকধারী ওই বিল্ডিংয়ের বাসিন্দা কিনা সে সম্পর্কে তার কাছে বিশদ কোনও বিবরণ নেই।
পুলিশ অবশ্য সন্দেহভাজন ব্যক্তি বা নিহতদের কারও নাম জানায়নি।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: