পদত্যাগ করলেন যুক্তরাজ্যের ৯ মন্ত্রী
 প্রকাশিত: 
 ২৬ অক্টোবর ২০২২ ০৩:২৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩৯
 
                                মঙ্গলবার (২৫ অক্টোবর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ঋষি সুনাক। তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পরই একে একে নয়জন মন্ত্রী পদত্যাগ করেন। তারা সবাই সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের অধীনে মন্ত্রিত্ব পেয়েছিলেন।
পদত্যাগ করাদের মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস-মগ। তিনিই প্রথম পদত্যাগ করেন।
এরপর আইন ও বিচার মন্ত্রী ব্র্যান্ডন লুইসের পদত্যাগ করার ঘোষণা আসে। তার পদত্যাগের পর পদত্যাগ করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী কিট মলথাউস, লেভেলিং আপ মন্ত্রী সিমন ক্লার্ক, পরিবেশমন্ত্রী রনিল জয়াবর্ধনে, জুনিয়র মন্ত্রী ভিকি ফর্ড এবং কল স্মিথ। সবশেষে অলোক শর্মা মন্ত্রিত্ব ছাড়েন।
তাছাড়া চিপ হুইপের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ওয়েন্ডে মর্টেন। এমনকি টোরি পার্টি চেয়ারম্যান জ্যাক ব্যারিও পদত্যাগ করেন।
লিজ ট্রাসের মন্ত্রীসভায় দায়িত্ব পাওয়া এসব মন্ত্রীদের পদত্যাগের বিষয়টি অবশ্য জানাই ছিল। কারণ নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্ত্রী পরিষদে ব্যাপক পরিবর্তন আনবেন। এখন যেসব মন্ত্রণালয়ের মন্ত্রীরা পদত্যাগ করেছেন তাদের জায়গায় নতুনদের নিয়োগ দেবেন ঋষি।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: