১২ দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৯৩৫
 প্রকাশিত: 
 ৩০ জুন ২০২৫ ১৫:০৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:২৪
 
                                ইসরায়েলের সঙ্গে হামলায় ১২ দিনের যুদ্ধে ইরানে কমপক্ষে ৯৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির বিচার বিভাগের মুখপাত্র।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
প্রতিবেদনে বলা হয়, ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন সর্বশেষ ফরেনসিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের সংঘাতে ৯৩৫ জন নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে ১৩২ জন নারী এবং ৩৮ জন শিশু রয়েছে।
এরআগে মঙ্গলবার (২৪ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর এক বিবৃতিতে জানান, ১৩ জুন ইসরায়েল ইরানে আক্রমণ শুরু করার পর থেকে কমপক্ষে ৪ হাজার ৭৪৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ৯৭১ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন, তাদের মধ্যে ৬৮৭ জনের অস্ত্রোপচার হয়েছে।
তিনি আরও বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। এছাড়া সাতটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, ছয়টি জরুরি পরিষেবা ঘাঁটি, চারটি ক্লিনিক এবং নয়টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার থেকে কমপক্ষে ২৮ জন নিহত এবং প্রায় ৬০০ জন আহত হয়েছে।
সূত্র: আলজাজিরা
ডিএম /সীমা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: