দুর্নীতির অভিযোগ পাশ কাটাতে গাজা যুদ্ধকে ব্যবহার করছেন নেতানিয়াহু
 প্রকাশিত: 
 ২৯ জুন ২০২৫ ১৫:০২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:২৩
 
                                শাসকেরা নিজেদের ক্ষমতাকে সুসংগঠিত করতে এবং গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরাতে যুদ্ধে লিপ্ত হন। ইতিহাসে বিভিন্ন শাসকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে, যারা ক্ষমতার মসনদে টিকে থাকতে রক্তপাতের আশ্রয় নিয়েছেন। এবার যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাশ কাটাতে গাজা যুদ্ধকে ব্যবহারের অভিযোগ উঠেছে।
ইসরাইলের সংসদ নেসেটের সদস্যরা অভিযোগ করেছেন, নেতানিয়াহু চলমান গাজা যুদ্ধকে দুর্নীতির মামলা থেকে রেহাই পাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
ডেমোক্র্যাটস পার্টির নেসেট সদস্য না’আমা লাজিমি ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলকে বলেছেন, ‘নেতানিয়াহু আমাদের ভবিষ্যৎ এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎকে তার মামলার সঙ্গে শর্তযুক্ত করছেন।’
তিনি আরও বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন যে, তিনি এই পদে থাকার যোগ্য নন। কারণ তিনি ‘(দুর্নীতির) অভিযোগ থেকে মুক্তির জন্য একটি রাজনৈতিক সমঝোতা ও যুদ্ধের সমাপ্তির মধ্যে বিনিময় চুক্তি করতে চেয়েছেন।’
ডেমোক্র্যাটস দলের আরেক আইনপ্রণেতা গিলাদ কারিভ বলেন, নেতানিয়াহু এবং তার সহযোগীরা ‘ইসরাইলের জাতীয় নিরাপত্তা এবং জিম্মি পরিস্থিতি নিয়ে খেলা করছেন শুধুমাত্র আদালতে দোষী সাব্যস্ত হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য।’
ইয়েশ আতিদ পার্টির নেসেট সদস্য কারিন এলহারার সতর্ক করে বলেন, নেতানিয়াহু ‘ইসরাইলি জনস্বার্থের বিরুদ্ধে কাজ করছেন’। তিনি তার ব্যক্তিগত আইনি পরিস্থিতির সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের যোগসূত্র টানছেন, যা ইসরাইলের জন্য ক্ষতিকর বলেই মনে করছেন দেশটির সংসদ সদস্যরা।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: