বদলে যাচ্ছে জার্মানির পারিবারিক চিত্র
 প্রকাশিত: 
 ২৯ জুন ২০২৫ ০৯:১২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:২৪
 
                                জার্মানিতে এখন আর ছোট পরিবারই একমাত্র চিত্র নয়; বরং বড় পরিবারের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা দেশের জনসংখ্যা ও সামাজিক চিত্রে এক নতুন প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। একসময় জার্মানির পরিবারগুলো সাধারণত এক বা দুটি সন্তান নিয়েই সীমাবদ্ধ থাকত, কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। তিন বা তার বেশি সন্তান আছে, এমন পরিবারের সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে।
ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানিয়েছে, জার্মানিতে তিন বা ততোধিক সন্তান আছে এমন পরিবারের সংখ্যা ১৯৯৬ সালে ছিল ২৫ শতাংশ৷ পরের দুই দশকের ব্যবধানে ২০১৫ সালে তা কমে হয়েছিল ২৩ শতাংশ৷ কিন্তু ২০২৪ সালে আবারও তা বেড়ে হয়েছে ২৬ শতাংশ৷
জার্মানির ফেডারেল স্ট্যাটিস্টিকাল অফিস বা কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় (ডেস্টাটিস) জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে বড় পরিবারে বেড়ে ওঠা শিশুদের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে৷ এই প্রবণতা শুরু হয়েছে ২০১৫ সাল থেকে অর্থাৎ জার্মানিতে যখন তীব্রভাবে অভিবাসন প্রবাহ শুরু হয় সেই সময় থেকে৷
জার্মানিতে তিন বা ততোধিক সন্তান আছে এমন পরিবারের সংখ্যা ১৯৯৬ সালে ছিল ২৫ শতাংশ৷ পরের দুই দশকের ব্যবধানে ২০১৫ সালে তা কমে হয়েছিল ২৩ শতাংশ৷ কিন্তু ২০২৪ সালে আবারও তা বেড়ে হয়েছে ২৬ শতাংশ৷
ডেস্টাটিস বলছে, ‘গত দশ বছরে এই সংখ্যাটি সম্ভবত ২০১৫ সালে শুরু হওয়া অভিবাসন প্রবাহের কারণে বেড়েছে’।
পরিসংখ্যানে দেখা গেছে, জার্মান পরিবারগুলোর তুলনায় অভিবাসনের ইতিহাস রয়েছে এমন পরিবারগুলোতে তিন বা ততধিক সন্তান রয়েছে৷ ২০২৪ সালে জার্মানিতে অবস্থানরত ১৯ শতাংশ অভিবাসী পরিবারে কমপক্ষে তিনটি সন্তান ছিল৷
ডেস্টাটিস জানিয়েছে, ২০২৪ সালে জার্মানির আট শতাংশ শিশু তিন বা ততোধিক ভাই-বোনের সঙ্গে বেড়ে উঠছিলেন৷ আর ১৮ শতাংশ শিশুর ছিল দুই ভাই-বোন৷ তবে, পরিসংখ্যানে এক ভাই-এক বোন রয়েছে এমন শিশুর সংখ্যা ৪৪ শতাংশ, যা সবচেয়ে বেশি৷ আর ৩০ ভাগ শিশু পরিবারের একমাত্র সন্তান হিসেবে বেড়ে উঠছিল৷
জার্মানির পশ্চিমাঞ্চলীয় ফেডারেল রাজ্যগুলোতে বড় পরিবারের সংখ্যা তুলনামূলক বেশি৷ সেখানকার ১৩ শতাংশ পরিবারে কমপক্ষে তিনটি সন্তান আছে৷ বিপরীতে, পূর্ব জার্মানিতে এই হার ১১ শতাংশ৷
ছোটো পরিসরে করা বার্ষিক আদমশুমারি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করেছে ডেস্টাটিস৷ এই বিশেষ আদমশুমারিতে জার্মানির মোট জনসংখ্যার এক শতাংশের তথ্য সংগ্রহ করা হয়৷

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: