যুদ্ধে পাশে থাকায় ভারতকে ইরানের কৃতজ্ঞতা
 প্রকাশিত: 
 ২৬ জুন ২০২৫ ০৭:৫১
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:৫১
 
                                ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারতের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠান যে সহমর্মিতা ও সমর্থন জানিয়েছে, সে জন্য দেশটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস বুধবার (২৫ জুন) এক বিবৃতিতে ভারতের জনগণ, রাজনৈতিক দল, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষের পাশে থাকার মনোভাবের প্রশংসা করে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে এনডিটিভি জানায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত ওই বিবৃতিতে ইরানি দূতাবাস বলেছে, 'ইসরায়েলের বর্বর হামলার সময় ভারতের জনগণ ও নানা পেশার মানুষের প্রকাশ্য বিবৃতি, শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ এবং নৈতিক সমর্থন ইরানি জনগণের জন্য একটি বড় উৎসাহ ছিল।'
বিবৃতিতে আরও বলা হয়, 'ভারতের জনগণ, রাজনৈতিক দল, সংসদ সদস্য, এনজিও, ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজকর্মীরা স্পষ্টভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন। এই আন্তরিক সহানুভূতি প্রমাণ করে যে বিশ্বমানবতার বিবেক এখনো জাগ্রত এবং তারা ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকারবদ্ধ।'
ইরানি দূতাবাস ভারত-ইরান সম্পর্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের দিকও তুলে ধরে বলেছে, 'এই সংহতি শুধু রাজনৈতিক অবস্থানের প্রকাশ নয়, এটি আন্তর্জাতিক ন্যায়বিচার, শান্তি ও আইনের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ বার্তা।'
বিবৃতির শেষাংশে ইরান বলে, 'আমরা আগ্রাসন ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে। আমরা বিশ্বাস করি, জাতিসমূহের ঐক্য ও সংহতি যুদ্ধ, সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে একটি বলিষ্ঠ প্রতিরোধ গড়ে তুলতে পারে। ভারতের জনগণ ও প্রতিষ্ঠানসমূহের সমর্থন এই ঐতিহাসিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং বিশ্বে শান্তি ও ন্যায়ের পথে আমাদের এগিয়ে নেবে।'

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: