ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত
 প্রকাশিত: 
 ২৪ জুন ২০২৫ ১৩:২৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:৫৯
 
                                যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার পরও ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ মঙ্গলবার ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) গোলাবর্ষণে ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভি নিশ্চিত করেছে এ তথ্য। এক প্রতিবেদনে প্রেস টিভি জানিয়েছে, নিহত ওই পরমাণু বিজ্ঞানীর নাম মোহাম্মদ রেজা সিদ্দিকী সাবের। তিনি ইরানের পরমাণু প্রকল্পে কর্মরত ছিলেন। ইসরায়েলি বাহিনীর বোমায় মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে তেহরানের উত্তরাংশে নিজ অ্যাপার্টমেন্টে নিহত হন তিনি।
গত ৬ জুন জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা আইএইএ এক বিবৃতিতে বলেছিল, ইরান যে ধরনের বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে, তা দিয়ে অনায়াসেই পরমাণু বোমা বানানো সম্ভব। এই বিবৃতিকে আমলে নিয়ে এবং ‘ইরান যে কোনো সময়ে পরমাণ অস্ত্র তৈরি করতে পারে’— অভিযোগ তুলে গত ১৩ জুন রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিমান অভিযান শুরু করে ইসরায়েল।
এ অভিযানে মূলত ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক বাহিনীর জ্যেষ্ঠ ও প্রভাবাশালী কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের ‘টার্গেট’ করেছিল ইসরায়েল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অঙ্গসংস্থা কাউন্সিল অন ফরেইন রিলেশন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ জুন অভিযান শুরুর পর থেকে গত ১১ দিনে ইরানের জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী এবং দেশটির পরমাণু শক্তি কমিশনের শীর্ষ নির্বাহী ফেরায়েদুন আব্বাসিসহ এবং সাবেক শীর্ষ নির্বাহী আমির হোসেইন ফেকহিসহ অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।
নিহত রেজা সিদ্দিকী সাবের পরমাণু বিজ্ঞানী হিসেবে ইরানে বেশ প্রভাবশালী ছিলেন। ইরানে ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারের যেসব কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের মধ্যে রেজা সিদ্দিকী সাবেরও ছিলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা রেজা সিদ্দিকী সাবের দেশটির সামরিক বাহিনীর গবেষনা সংস্থা ‘স্পান্ড’ এর একটি প্রকল্পেরও প্রধান ছিলেন। সেই প্রকল্পটির কাজ ছিল সামরিক বাহিনীর জন্য নতুন বিস্ফোরক অস্ত্র তৈরি এবং এ সংক্রান্ত গবেষণা করা।
সূত্র : সিএনএন

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: