ইসরায়েলে হামলা শুরু ইরানের
 প্রকাশিত: 
 ২২ জুন ২০২৫ ০৭:৫৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:৩১
 
                                ইসরায়েলের কেন্দ্রে এবং উত্তরাঞ্চলে হামলার সাইরেন বাজানো হয়েছে। টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে। ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান ইসরায়েলে নতুন করে আক্রমণ শুরু করল।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণ হয়েছে। পুরো ইসরায়েলজুড়ে সতর্কতামূলক এলার্ট চালু হয়েছে।
তবে ইরানের কতটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে- সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: