ইসরাইল আক্রমণ বন্ধ না করা পর্যন্ত আলোচনায় যাবে না ইরান
 প্রকাশিত: 
 ২১ জুন ২০২৫ ০৬:৫৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২০:৫৩
-6.jpg.jpg) 
                                ইসরাইল সরকার ইরানের ওপর চালানো আক্রমণ বন্ধ না করা পর্যন্ত কোনো পক্ষের সঙ্গে আলোচনা করবে না তেহরান। শুক্রবার জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরে এমনটিই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
আলোচনার টেবিলে সমঝোতা চাইলে পূর্বশর্ত হিসেবে আরাঘচি জানান, ইসরাইল সরকারকে ইরানের ওপর তার অপরাধ এবং আগ্রাসন বন্ধ করতে হবে। আর তা না হওয়া পর্যন্ত ইরান কোনো পক্ষের সঙ্গে আলোচনা করবে না।
একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেও এই শীর্ষ কূটনীতিক পুনর্ব্যক্ত করেন। এছাড়াও আগামীতে এই তিন ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছে ইরান বলেও জানান আরাঘচি।
শুক্রবার ইউরোপে জাতিসংঘের কেন্দ্রস্থল জেনেভায় ইরান এবং ইউরোপের মধ্যে এ আলোচনা হয়। ই-থ্রি নামে পরিচিত এ আলোচনায় আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি প্রধান। যেখানে আলোচনার বিষয়বস্তু ছিল ইরানের ওপর ইসরাইলি আগ্রাসন যুদ্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি।
আর এই আলোচনায় আরাঘচি স্পষ্ট জানিয়েছেন, অর্থপূর্ণভাবে কূটনীতি চালিয়ে যেতে চাইলে ইসরাইলি আগ্রাসন যুদ্ধের অবসান ঘটাতে হবে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: