ইসরায়েল-ইরান সংঘাতে বিশ্ব ‘দ্রুত গতিতে’ সংকটের দিকে এগোচ্ছে: গুতেরেস
 প্রকাশিত: 
 ২০ জুন ২০২৫ ১৭:৫৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২০:৪৭
 
                                ইসরায়েল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব ‘দ্রুত গতিতে’ সংকটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে, যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।’
শুক্রবার (২০ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকের উদ্বোধনী ভাষণে গুতেরেস এসব কথা বলেন।
গুতেরেস আরও বলেন, “এই সংঘাতের কেন্দ্রে রয়েছে ‘পরমাণু প্রশ্ন’। ইরান বারবার বলছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে স্বীকার করা উচিত যে, এখানে আস্থার সংকট রয়েছে।”
তিনি আরও বলেন, ‘আমি উভয় পক্ষকে লড়াই বন্ধ করে আলোচনায় ফিরে আসার আবেদন করছি।’
প্রসঙ্গত, ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে আলোচনা করতে নিউইয়র্কে বৈঠকে বসেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। এমন এক সময় তারা এই বৈঠকে বসলেন, যখন জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।
এক সপ্তাহ আগে ইরানে ইসরায়েলের হামলার পর এটি পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক। এতে অংশ নিয়েছেন যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং ইইউর শীর্ষ কূটনীতিকরা।
বৈঠকের আগে আরাঘচি বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করার কিছু নেই’, তবে অন্যদের সঙ্গে সংলাপের জন্য উন্মুক্ত ইরান।
ইরানের আধাসরকারি বার্তা সংস্থা মেহর নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ইরান কখনই তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও এর সক্ষমতা নিয়ে কোনো ধরনের আলোচনায় যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আরাঘচি। তার ভাষায়, এ বিষয়টি আলোচনার ঊর্ধ্বে।
সূত্র: বিবিসি

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: