সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র, ইসরায়েলে নতুন আতঙ্ক
 প্রকাশিত: 
 ২০ জুন ২০২৫ ০৬:৪০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২০:৪২
 
                                ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়েরশেবায় ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় স্থানীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার সকালে লাইভ আপডেটে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা।
বিয়েরশেবা পৌরসভার বরাত দিয়ে ইসরায়েলের ইয়েদিওথ আহরোনোথ সংবাদমাধ্যম জানিয়েছে, এটি কোনো ভূপাতিত বা প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নয়, বরং পূর্ণাঙ্গ একটি ক্ষেপণাস্ত্র সরাসরি শহরে আঘাত হেনেছে।
হামলায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে সরাসরি আঘাতের খবর সামনে আসায় স্থানীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইরানি ক্ষেপণাস্ত্রটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়নি। সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং আকাশ প্রতিরক্ষা কোনো বাধা তৈরি করতে পারেনি।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই হামলায় কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় কিংবা অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: