ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে আহত ৪৭
 প্রকাশিত: 
 ১৯ জুন ২০২৫ ১০:৪৯
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২০:৪৭
 
                                ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে আজ বৃহস্পতিবার ভোরবেলা থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ভোর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে আহত হয়েছেন অন্তত ৪৭ জন।
আহতদের মধ্যে অন্তত তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যগুলোর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের অন্তত চার এলাকায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এই চারটি এলাকার তিনটি ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত। অপরটি তেল আবিবের গুশ দান এলাকা।
ইরান পরমাণু বোমা তৈরি করছে— অভিযোগ তুলে গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। এ অভিযানকে ‘অপারেশন দ্য রাইজিং লায়ন’ নাম দিয়েছে ইসরায়েল।
এখনও চলছে ‘অপারেশন দ্য রাইজিং লায়ন’। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে এ পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে ৬ শতাধিক এবং আহত হয়েছেন ১ হাজার ৩০০ জনের বেশি।
এদিকে ইসরায়েলের বিমান বাহিনীর অভিযান শুরুর কয়েক ঘণ্টা পর ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামের পাল্টা সেনা অভিযান শুরু করে ইরান। গত ৫ দিনে সে অভিযানে আহত ও নিহত হয়েছেন বেশ কয়েকজন, কিন্তু তাদের হালনাগাদ সংখ্যা প্রকাশ করছে না ইসরায়েল।
সূত্র : আলজাজিরা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: