গাজায় ‘ব্যক্তিগত যুদ্ধ’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: এহুদ ওলমার্ট
 প্রকাশিত: 
 ১৮ জুন ২০২৫ ১৩:৫৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২০:৪১
 
                                দেশের স্বার্থে নয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে গাজায় সংঘাত চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট।
ফরাসি ম্যাগাজিন এল’এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ওলমার্ট বলেন, ‘নেতানিয়াহুর কোন অর্জনযোগ্য রাজনৈতিক বা সামরিক লক্ষ্য নেই। “পূর্ণ বিজয়” সম্পর্কে তার ধারণা একেবারেই অর্থহীন।’
ওলমার্টের মতে, নেতানিয়াহু গাজা উপত্যকার সংঘাতকে তার নিজের ‘ব্যক্তিগত যুদ্ধ’ হিসেবে দেখছেন, যা তার অপরিকল্পিত সিদ্ধান্তের পরিণতি থেকে বাঁচতে সাহায্য করবে বলে মনে করেন তিনি।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে গত ১৮ মে গাজার উত্তর ও দক্ষিণ অংশে অপারেশন ‘গিডিয়নস চ্যারিয়টস’ শুরু করার ঘোষণা দেয় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নেতানিয়াহুর মতে, এই অভিযানের লক্ষ্য হামাসের সম্পূর্ণ পরাজয়, গাজা থেকে সমস্ত ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং সমগ্র গাজার ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
উল্লেখ্য, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরায়েলের ১২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ওলমার্ট। তার আগে ১৯৮৮ থেকে ১৯৯২ এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র: তাস

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: