কর্মকর্তাদের ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করল ইরান
 প্রকাশিত: 
 ১৭ জুন ২০২৫ ১৪:৩৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:০৪
 
                                ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরানের সরকারি কর্মকর্তাদের ইন্টারনেট-সংযুক্ত যেকোনো ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির সাইবার সিকিউরিটি কমান্ড। ইরানের সরকারি কর্মকর্তাদের ওপর হামলার জন্য ইসরায়েলি সংস্থাগুলো মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পারে এমন আশঙ্কার মধ্যে এই নির্দেশ এসেছে।
মঙ্গলবার (১৭ জুন) সাইবার সিকিউরিটি কমান্ডের উদ্ধৃতি দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্মকর্তা এবং তাদের দেহরক্ষীদের ইন্টারনেট বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে সংযোগকারী কোনো সরঞ্জাম ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সংবেদনশীল স্থানে মোবাইল ফোন বন্ধ করলেও লোকেশন ট্র্যাকিং আটকানো যাবে না। বিকল্প হিসেবে নিরাপদ, অ্যান্টি-ট্র্যাকিং ডিভাইস ব্যবহারের পরামর্শ দিয়েছে সাইবার সিকিউরিটি কমান্ড।
মূলত, ইরানি সংস্থার এই নির্দেশটি গত বছর ইসরায়েল কর্তৃক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ওয়াকি-টকি এবং পেজার বিস্ফোরণের মতো ঘটনা থেকে উদ্ভূত বলে মনে হচ্ছে।
২০২৪ সালের ১৭ ও ১৮ সেপ্টেম্বর লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণ ঘটায় ইসরায়েল।
লেবানন সরকারের মতে, বিস্ফোরণে ১২ জন বেসামরিক নাগরিক মোট ৪২ জন নিহত এবং ৪ হাজারের বেশি মানুষ আহত হন।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: