ভারতে সেতু ভেঙে ভেসে গেছে বহু মানুষ, ২ মরদেহ উদ্ধার
 প্রকাশিত: 
 ১৫ জুন ২০২৫ ১৪:৫৯
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৩:৪৫
 
                                ভারতের মহারাষ্ট্রের পুনেতে ইন্দ্রায়ণী নদীর ওপর নির্মিত একটি সেতু ভেঙে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কমপক্ষে ১৫-২০ জন পর্যটকের ভেসে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এছাড়া ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১৫ জুন) পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় থানা এলাকার কুন্দমালা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। পুরনো সেতুটি ভেঙে পড়ার সময় বহু পর্যটক সেতুতে ছিলেন, ধসের ফলে তারা নদীতে পড়ে যান এবং প্রচুর স্রোতের কারনে বেশ কয়েকজন ভেসে যান। তাদের খোঁজে ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এক এক্স বার্তায় জানিয়েছেন, ‘কিছু মানুষ ভেসে গেছেন, তাদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালানো হচ্ছে। জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) সহ পুলিশ এবং অন্যান্য সংস্থার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে।’
জনা গেছে, ইন্দ্রায়ণী নদীর কাছে এই পুরনো সেতুটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। সপ্তাহ শেষের ছুটিতে নদীর ধারে এবং পুরনো সেতুর ওপর অনেক পর্যটকই ভিড় করেন। আজও পর্যটকদের ভিড় ছিল সেতু এবং আশপাশের এলাকায়। তবে ইন্দ্রায়ণী নদীর ওপর প্রায় ৩০ বছরের পুরনো সেতুটির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। এতে যান চলাচল অনেক আগেই বন্ধ করে দেয় প্রশাসন। কিন্তু বর্ষাকালে নদীর পানির স্তর বৃদ্ধি পেলে, সেখানে খরস্রোত দেখার জন্য অনেকেই ভিড় করেন। দুর্ঘটনায় যারা ভেসে গেছেন, তাদের বেশির ভাগই পর্যটক বলেই আশঙ্কা করা হচ্ছে।
এদিকে পুনে এবং পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় আবহাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে, এ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত দুই দিনে এই এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, জলের তোড়েই ভেঙে গেছে সেতুটি।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: