ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত
 প্রকাশিত: 
 ১৫ জুন ২০২৫ ১২:৩৬
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৩:৫৪
 
                                ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান থেকে রাতের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তরাঞ্চলীয় শহর হাইফার তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পাইপলাইন এবং ট্রান্সমিশন লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
তেল শোধনাগার পরিচালনাকারী ইসরায়েলি সংস্থা 'বাজান' জানিয়েছে, তাদের শোধনাগারগুলো এখনো চালু আছে, কিন্তু কিছু অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো ক্ষয়ক্ষতির প্রভাব মূল্যায়ন করা হচ্ছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানি বাহিনী রাতারাতি ইসরায়েলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মধ্যে ৪০টি উত্তরাঞ্চল হাইফায় আঘাত হেনেছে। এতে বাসিন্দাদের ওপর সম্ভাব্য পরিবেশগত প্রভাবের কোনো উল্লেখ নেই।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ৪০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ক্ষেপণাস্ত্র হাইফার নিকটবর্তী তামরা শহরের একটি বাড়িতে আঘাত হানে। এর ফলে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
গত শুক্রবার রাতভর ইরানের রাজধানী তেহরানের এবং অন্যান্য শহরগুলোতে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে ইসরায়েল। তীব্র উত্তেজনার মধ্যে তেল আবিব সরকার তেহরানের আশেপাশের আবাসিক ভবনগুলোকেও লক্ষ্যবস্তু করে। এতে শতাধিক বেসামরিক ও সামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে।
ইসরায়েল এখনো ধারাবাহিকভাবে ইরানের বিভন্ন স্থানে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় টানা দুই রাতের মতো শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবসহ ইসরায়েলজুড়ে পাল্টা হামলা চালায় ইরান।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: