ইসরায়েল থামলে আমরাও থামবো: ইরান
 প্রকাশিত: 
 ১৫ জুন ২০২৫ ১০:০৭
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৩:৫৩
 
                                পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় এই যুদ্ধ ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর আল জাজিরার।
আরাঘচি বলেছেন, যদি ইরানে ইসরায়েলি হামলা বন্ধ হয় তাহলে আমাদের প্রতিক্রিয়াও থামবে। গত শুক্রবার ইরানজুড়ে আকস্মিক হামলা শুরে করে ইসরায়েলি বাহিনী। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, পরমাণুবিজ্ঞানীসহ অন্তত দুই শতাধিক নিহত হয়েছেন। ওইদিনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
আরাঘচি এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও সমর্থন ছাড়া ইসরায়েলি হামলা হতো না।
রোববারের সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আমাদের কাছে বিস্তারিত প্রমাণ আছে যে আঞ্চলিক বাহিনী এবং সামরিক ঘাঁটির মাধ্যমে আমেরিকা সমর্থন দিচ্ছে।
‘সেইফ এক্সিটের’ পরিকল্পনায় ইরানের সিনিয়র কর্মকর্তারা‘সেইফ এক্সিটের’ পরিকল্পনায় ইরানের সিনিয়র কর্মকর্তারা
ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার জবাব দেওয়া হচ্ছে উল্লেখ করে আরাঘচি বলেন, আমরা বিস্তৃত যুদ্ধ চাই না।
এদিকে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে চালানো ইরানের সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা আটজনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছে ৩৫ জন এবং আহতের সংখ্যা শতাধিক।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: