ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী
 প্রকাশিত: 
 ১২ জুন ২০২৫ ১২:৪৯
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৩:৫৪
 
                                ভারতের গুজরাটের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। যারমধ্যে ২৩০ জন যাত্রী। আর বাকি ১২ জন ক্রু। বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বিমানটির বিজনেস ক্লাসের জন্য নিজের চেক-ইন সম্পন্ন করেন।
বিস্তারিত তথ্য থেকে জানা গেছে, জোন ওয়ান থেকে বিমানে তার বোর্ডিংয়ের সময় ছিল দুপুর ১২ টা ১০ মিনিট। তার আসন নাম্বার ছিল ২ডি। তবে দুর্ঘটনায় তিনি মারা গেছেন নাকি বেঁচে আছেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিমানটি বিমানবন্দরের কাছাকাছি জায়গাতেই আছড়ে পড়ে। বিধ্বস্তের পরপরই সেখানে বিশালাকৃতির আগুনের কুণ্ডলি দেখা যায়। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এর কয়েক মিনিট পর এটি আছড়ে পড়ে।
বলা হচ্ছে বিমানটি ৮২৫ ফুট উঁচু থেকে মাটিতে পড়েছে। দুর্ঘটনার পরপর বিমানবন্দরের দিকে যাওয়া একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
আসন্ন ঝুঁকি বুঝতে পেরে বিমানটির সহ-পাইলট মে ডে কল করে সহায়তা করেছিলেন। বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলেও আর কোনো জবাব আসেনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: