ভারতে বাংলাদেশিকে গুলি করে হত্যা বিএসএফের
 প্রকাশিত: 
 ১ মার্চ ২০২৫ ১২:০১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১০:৩৬
                                ভারতের ত্রিপুরায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ত্রিপুরার সিপাহীজালা বিভাগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
বিএসএফ দাবি করেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় ২০ থেকে ২৫ জন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ত্রিপুরার কালামচৌরা থানাধীন পুটিয়ায় প্রবেশ করে। ওই সময় তারা কয়েকজন ভারতীয়র সঙ্গে দেখা করে। তখন বিএসএফের জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করলে, বাংলাদেশিরা হামলা চালানো শুরু করে। ওই সময় আত্মরক্ষার্থে বিএসএফ এক রাউন্ড গুলি ছোড়ে। যা এক বাংলাদেশির গায়ে গিয়ে লাগে। তখন তাকে বিশালগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। শেষ খবর পর্যন্ত তার মরদেহটি ওই হাসপাতালের মর্গে রয়েছে। এছাড়া যে জওয়ান আহত হয়েছে সেও একই হাসপাতালে আছেন বলে জানিয়েছে বিএসএফ।
তাদের এ দাবির সত্যতা কতটুকু তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায়ই বাংলাদেশিদের গুলি করে হত্যা করে বিএসএফ। বাংলাদেশ থেকে সাম্প্রতিক সময়ে এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হলেও, তা এখনো থামেনি।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: