এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা জাপানের
 প্রকাশিত: 
 ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৬:১৯
                                জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। যুদ্ধে আহতদের চিকিৎসা এবং গাজার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় জাপান নতুন পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন- তার সরকার গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জাপানে চিকিৎসা সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে।
ইশিবা আরও বলেন, গাজায় অসুস্থ বা আহত ব্যক্তিদের জাপানে আনার উপায় খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করছি। জাপানি বিশ্ববিদ্যালয়গুলিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি বিশেষ কর্মসূচি চালু করার চেষ্টা করবে জাপান।
এছাড়া গত মাসে মালয়েশিয়া সফর করেন ইশিবা। তখন তিনি বলেছিলেন, তার দেশ ফিলিস্তিনের উন্নয়নে সহায়তা করবে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, তার সরকার ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যার যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত গাজায় হাসপাতাল, স্কুল এবং মসজিদ পুনর্নির্মাণের জন্য জাপানের সঙ্গে মিলে একটি তহবিল গঠন করবে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: