বাংলাদেশ-ভারত সীমান্তকে অপরাধমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ নয়াদিল্লি
 প্রকাশিত: 
 ১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২০:২৯
                                ভারত-বাংলাদেশ সীমান্তকে অপরাধমুক্ত করা এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যু সমাধানে শিগগিরই বৈঠকে বসছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা। আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে হবে এ বৈঠক।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণায় দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেছেন, দুই বাহিনীর মহাপরিচালক পর্যায়ে এ বৈঠক হবে।
ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, “সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে বৈঠকে। আমরা আশা করছি বাংলাদেশের সঙ্গে আমাদের যেসব চুক্তি এবং এমওইউ (মেমোর্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরিত হয়েছে, সেসবকে সম্মান জানানো হবে। এই চুক্তি ও এমওইউগুলোর মূল উদ্দেশ্য ছিল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এমন একটি একটি কাঠামোগত ঐক্য স্থাপন করা, যা একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা এবং বৈধ বাণিজ্য— উভয়কেই সমৃদ্ধ করবে।”

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: