বলছে ইসরায়েলি গণমাধ্যম
সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে চান ডোনাল্ড ট্রাম্প
 প্রকাশিত: 
 ২৯ জানুয়ারী ২০২৫ ০৭:৪৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২০:৩৩
                                মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবিই করেছে ইসরায়েলের মিডিয়া। সিরীয় ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার সৈন্য রয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহার করতে চান বলে মঙ্গলবার ইসরায়েলি মিডিয়া জানিয়েছে।
ইসরায়েলের সরকারি পাবলিক ব্রডকাস্টিং কান জানিয়েছে, “হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ইসরায়েলি সমকক্ষ কর্মকর্তাদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন, যেখানে ইঙ্গিত করা হয়েছে যে— প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহার করতে চান।”
এতে আরও বলা হয়েছে, “সিরিয়া থেকে আমেরিকান বাহিনীর প্রত্যাহার তেল আবিবের জন্য উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করবে”।
গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক ঘোষণা অনুযায়ী, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার সেনা মোতায়েন রয়েছে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার সিরিয়ার দখলকৃত হারমন পর্বত পরিদর্শন করেছেন। গত মাসে এই অঞ্চলটি দখলের পরে সেখানে অনির্দিষ্টকালের জন্য সামরিক উপস্থিতি বজায় রাখার বিষয়ে ইসরায়েলের অভিপ্রায়ের ওপর জোর দিয়েছেন তিনি।
কাটজ বলেন, “আমরা শত্রু বাহিনীকে সিরিয়ার দক্ষিণে, এখান থেকে সুইদা-দামেস্ক অক্ষ পর্যন্ত নিরাপত্তা অঞ্চলে পা রাখতে দেব না। আমরা যে কোনও হুমকির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব।”
বরে আগে গত ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল-আসাদের সরকারকে পতনের নানা ঘটনাবলীর সুযোগ নিয়ে সিরিয়ার মাউন্ট হারমনের বেসামরিক অঞ্চল দখল করে গোলান মালভূমিতে নিজেদের দখল আরও প্রসারিত করে ইসরায়েল।
এছাড়া গত বছরের ৮ ডিসেম্বর ইসরায়েলি বাহিনী সিরিয়াজুড়ে ব্যাপক বিমান হামলা চালায়। ওই হামলায় সামরিক বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি অস্ত্রশস্ত্র এবং অবকাঠামো ধ্বংস করে ইসরায়েলি বাহিনী।
সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন করে চালানো এই হামলায় সেসময় নিন্দা জানিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: