ফিলিস্তিনি জনগণকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন
 প্রকাশিত: 
 ২২ জানুয়ারী ২০২৫ ০৬:২৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২০:৩১
                                ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ১৫ মাসব্যাপী যুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করায় ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, আমরা এই বিজয়ে গাজা ও ফিলিস্তিনের প্রতিরোধকামী জনগণকে অভিনন্দন জানাই। তারা শক্তিমত্তা ও সম্মান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং এই বিশাল বিজয় অর্জন করেছে। খবর ইরনার।
ইরানের প্রেসিডেন্ট বলেন, গাজার এই প্রতিরোধকামী বীর জনতা অন্য জাতিকে শিখিয়েছে কীভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু হওয়ার পর প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফিলিস্তিনি জাতির প্রশংসা করে এ বক্তব্য দিলেন।
হামাসের পক্ষ থেকে নিরবচ্ছিন্নভাবে একের পর এক সফল অভিযানে পর্যুদস্ত হয়ে পড়ার পর ইসরায়েল গত বুধবার তার জন্য অবমাননাকর এক যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। চুক্তিটি তেলআবিবের জন্য অপমানজনক বলে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত এক বছর ধরে এটি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।
গাজা উপত্যকায় গত ১৫ মাসে ভয়াবহ গণহত্যা চালিয়ে ৪৭ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে তেলআবিব, যাদের বেশিরভাগ নারী ও শিশু। ইরানের প্রেসিডেন্ট এই গণহত্যাকে ‘সন্ত্রাসবাদের প্রকৃষ্ট উদাহরণ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, অথচ ইসরায়েল ও তার মদদদাতা যুক্তরাষ্ট্র ইরানকে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার দায়ে অভিযুক্ত করে। তিনি ইরানি জাতিকে সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার বলে অভিহিত করেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: