১০০ বছর পর বই ফেরত এলো লাইব্রেরিতে
 প্রকাশিত: 
 ২৭ মে ২০২৩ ১৩:০৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৮:৪৪
                                লাইব্রেরি থেকে একটা বই নেওয়ার পর তা ফেরত আসতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে? ৫ বছর, ১০ বছর, ২০ বছর? যুক্তরাষ্ট্রের একটি লাইব্রেরিতে একটি বই ফেরত এসেছে যা ১০০ বছর আগে নেওয়া হয়েছিল।
অর্থাৎ বইটি যেদিন নেওয়া হয়েছিল তার ১০০ বছর পর সেটি লাইব্রেরিতে ফেরত এলো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট হেলেনা পাবলিক লাইব্রেরিতে ঘটেছে অদ্ভূত এ ঘটনা।
যে বইটি ফেরত এসেছে তার নাম ‘এ হিস্ট্ররি অফ দি ইউনাইটেড স্টেটস।’ লেখক মার্কিন ইতিহাসবিদ বেনসন লসিং। বইটি ১৮৮১ সালে প্রকাশিত হয়েছিল।
জানা গেছে, বইটি সেন্ট হেলেনা পাবলিক গ্রন্থাগার থেকে নেওয়া হয়েছিল। ফেরত দেওয়ার তারিখ ছিল ২১ ফেব্রুয়ারি ১৯২৭ সাল। কিছুদিন আগেই বইটি ফেরত দেওয়া হয়েছে। যিনি বইটি ফেরত দিতে আসেন, তিনি তার পরিচয় না দিয়েই বই রেখে চলে যান।
ওই লাইব্রেরির ডিরেক্টর ক্রিস ক্রাইডেন জানান ২০১৯ সাল থেকে বই দেরি করে ফেরত দেওয়ার জন্য জরিমানা উঠিয়ে দেওয়া হয়েছে। তাই যিনি বইটি ফেরত দিলেন, তার কোনো জরিমানা হয়নি এবং তাই লাইব্রেরি তার থেকে কোনো টাকা পায় না। তবে যদি জরিমানার নিয়ম আজও বজায় থাকত তাহলে সেই ব্যক্তিকে ১,৭৫৬ ডলার জরিমানা দিতে হতো।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: