লিঙ্গ পরিবর্তন ইস্যুতে যুগান্তকারী আইন আনছে জার্মানি
 প্রকাশিত: 
 ১০ মে ২০২৩ ১৭:৩৪
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৩:৪৬
                                লিঙ্গ পরিবর্তনের আইন অত্যন্ত জটিল ছিল জার্মানিতে। এবার তা অনেক সহজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। জার্মান পার্লামেন্টে বিলটি পেশ করা হয়েছে। পার্লামেন্টে পাস হলেই তা আইনে পরিণত হবে।
এর ফলে পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হওয়া অনেক সহজ হবে বলে মনে করছেন জার্মানির পরিবারবিষয়ক মন্ত্রী।
মন্ত্রী লিসা পস জানিয়েছেন, আগের আইনটি বহু বছরের পুরোনো। সেখানে নিয়ম ছিল, লিঙ্গ পরিবর্তন করতে হলে বিশেষ অথোরাইজেশন নিতে হবে। এরপর আদালতে গিয়ে আপিল করতে হবে। নতুন আইনে এই বিষয়গুলো নেই।
১৪ বছরের নিচে কেউ লিঙ্গ পরিবর্তন করতে চাইলে অভিভাবককে সঙ্গে নিয়ে ডিক্লারেশন দিতে হবে। ১৪ বছরের বেশি হলে নিজেই ডিক্লারেশন দিতে পারবে, তবে অভিভাবকের সম্মতিসূচক একটি চিঠি লাগবে।
এর ফলে এলজিবিটিকিউ আন্দোলনকারীদের জয় হলো বলেই মনে করছেন অনেকে। প্রাথমিকভাবে এলজিবিটিকিউ নেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে পুরো ড্রাফট পড়ে তারা পরবর্তী মন্তব্য করবেন বলে জানিয়েছেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার আগেই জানিয়েছিল, সুযোগ পেলে তারা এই আইনের পরিবর্তন করবে। ২০২২ সালেই নতুন বিলের খসড়া তৈরি হয়েছিল। অবশেষে তা পার্লামেন্টে আনা হলো।
তবে জার্মান সমাজের মধ্যে এই বিল নিয়ে মতান্তর আছে। এক শ্রেণির মানুষ এই বিলকে স্বাগত জানালেও রক্ষণশীল সমাজ এর প্রতিবাদ করছে। এর ফলে সমাজের ভারসাম্য ব্যাহত হবে বলেও মনে করছেন অনেকে।
এ বিষয়ে ২০২২ সালেই একটি সমীক্ষা হয়েছিল। সেখানেই এই বিপরীতধর্মী মত উঠে এসেছে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: