কাছে এলো না চিকিৎসক-নার্স, হাসপাতালের বাইরে সন্তান জন্ম নারীর
 প্রকাশিত: 
 ৭ মে ২০২৩ ১৪:৫১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৪:০১
                                হাসপাতালের বাইরে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। এসময় ডাক্তার ও নার্সরা আশপাশে থাকলেও কেউই ভুক্তভোগী নারীকে সহায়তা করতে এগিয়ে আসেননি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে।
রোববার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি জেলা শহরের স্বাস্থ্য কেন্দ্রের বাইরে শিশুর জন্ম দিয়েছেন এক নারী।
ভুক্তভোগী ওই নারীর স্বামী দাবি করেছেন, তার স্ত্রী রাজধানী ভোপাল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত শিবপুরী হাসপাতালের বাইরে সন্তান প্রসব করেন। ঘটনার সময় ডাক্তার এবং নার্স আশপাশে থাকলেও কেউই সাহায্য করতে আসেননি।
অরুণ পারিহার নামে ওই ব্যক্তি জানান, সকাল থেকে তার স্ত্রী ভালবাই প্রসব বেদনা অনুভব করছিলেন। তিনি বলেন, ‘আমি জননী এক্সপ্রেস ডায়াল করেছিলাম কিন্তু সেটি দেরিতে এসেছিল। এমনকি হাসপাতালে আসার পর স্ট্রেচার বা ওয়ার্ড বয়কেও পাওয়া যায়নি। এরপর একপর্যায়ে আমার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন।’
তিনি আরও বলেন, পরে যখন মানুষ ভিড় করতে শুরু করে তখন হাসপাতালের কর্মীরা একটি স্ট্রেচার নিয়ে এসে তার স্ত্রী এবং নবজাতককে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে অরুণ পারিহার নামে ওই ব্যক্তি বলেন, নবজাতক ও তার স্ত্রী এখন নিরাপদে আছেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: