গ্যাস লিক করে ৯ জনের মৃত্যু
 প্রকাশিত: 
 ৩০ এপ্রিল ২০২৩ ১৩:৫৪
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৯:৫৭
                                ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার রোববার (৩০ এপ্রিল) একটি কারখানায় গ্যাস লিক করে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১ জন।
গ্যাস লিকের পর সেখানে দ্রুত ছুটে যান উদ্ধারকারীদের একটি দল। তাদের সঙ্গে ঘটনাস্থলে চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের সদস্যরাও যোগ দেন। ওই এলাকাটি এখন ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করে দেওয়া হয়েছে।
লুধিয়ানার সাব ডিভিশনার ম্যাজিস্ট্রেট স্বতি তিওয়ানা বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, ‘অবশ্যই এটি একটি গ্যাস লিকের ঘটনা। জাতীয় দুর্যোগ রেসপন্স বাহিনী সাধারণ মানুষকে উদ্ধারে (এনডিআরএফ) বর্তমানে ঘটনাস্থলে আছে এবং সেখানে উদ্ধার অভিযান চালাবে। এ ঘটনায় ৯ জন নিহত হয়েছেন এবং অসুস্থ হয়েছেন ১১ জন।’
সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বতি আরও জানিয়েছেন, এটি কী ধরনের গ্যাস এবং কীভাবে গ্যাস লিক হলো সেটির কারণ এখনো জানা যায়নি। এনডিআরএফ দল বিষয়টি তদন্ত করবে।’
ম্যাজিস্ট্রেট স্বতি জানিয়েছেন, যেখানে গ্যাস লিক হয়েছে সেটি একটি জনবহুল এলাকা। ফলে এখন তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে ফেলা।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান বলেছেন, উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সবকিছু দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: