পাকিস্তানে ভূমিধস, ধ্বংসস্তূপের নিচে আটকা বহু যানবাহন
 প্রকাশিত: 
 ১৮ এপ্রিল ২০২৩ ১৭:৫৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৭:৪৩
                                পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চল তোরখামের একটি রাস্তার ওপর ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন মানুষ নিহত হয়েছেন। এছাড়া ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছে বহু যানবাহন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোরে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের খাইবার পাকতুনখাওয়া প্রদেশের একটি গুরত্বপূর্ণ সড়কে এ ঘটনা ঘটে।
সালিম কালাচি নামের স্থানীয় পুলিশ কর্মকর্তা এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘এটি বড় ভূমিধস। উদ্ধার অভিযান সম্পন্ন হতে সময় লাগবে। ধ্বংসস্তূপের নিচে অন্তত ২০ থেকে ২৫টি যান আটকা পড়েছে।’
খাইবার পাকতুনখাওয়ার উদ্ধারকারী দলের মুখপাত্র বিলাল ফাইজি আলজাজিরাকে বলেছেন, ‘ওই এলাকায় আগের দিন রাতে বজ্রসহ বৃষ্টি হয়। এরপর সেখানে ভূমিধসের খবর পাওয়া যায়।’
ফাইজি আরও বলেছেন, ‘কাঁদার নিচে যারা আটকে আছেন এখন তাদের উদ্ধারে অভিযান চলছে। এছাড়া কাঁদার নিচে বড় ট্রাকসহ অন্তত ২০টি যানবাহন আটকে আছে।’
তিনি আরও বলেছেন, ‘এটি কোনো ছোট ভূমিধস নয়, সবকিছু দ্রুত পরিষ্কার করে ফেলা যাবে না। ধ্বংসস্তূপ সরানোর জন্য আমাদের অন্তত ২০ জন উদ্ধারকারী কাজ করছেন। মনে হচ্ছে যেন পুরো একটি পাহাড় ধসে পড়েছে।’
এক সরকারি কর্মকর্তার বরাতে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিক রয়েছেন। এই সড়কটি দিয়ে আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে পণ্য আনা-নেওয়া করা হয়।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: