পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ধর্মমন্ত্রী নিহত
 প্রকাশিত: 
 ১৬ এপ্রিল ২০২৩ ১৬:৫৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৭:৪৩
                                পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় দেশটির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক মন্ত্রী নিহত হয়েছেন। তার নাম মুফতি আবদুল শাকুর। তিনি পাকিস্তানি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম (ফজল)-এর নেতা ছিলেন। শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানী ইসলামাবাদের রেড জোন এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।
এদিকে মুফতি শাকুরের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি, প্রধানমন্ত্রী শেহবাজসহ মন্ত্রিপরিষদের একাধিক সদস্য। রোববার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী ও জমিয়তে উলামায়ে ইসলাম (ফজল) নেতা মুফতি আবদুল শাকুর শনিবার সন্ধ্যায় রাজধানীর রেড জোন এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পুলিশ জানিয়েছে, ৫৫ বছর বয়সী এই মন্ত্রী কনস্টিটিউশন এভিনিউতে সেক্রেটারিয়েট চকের দিকে যাচ্ছিলেন।
একপর্যায়ে তাকে বহরকারী গাড়ির সঙ্গে একটি হাইলাক্স গাড়ির সংঘর্ষ হয়। মুফতি আবদুল শাকুরের গাড়িকে ধাক্কা দেওয়া গাড়িতে পাঁচজন আরোহী ছিল।
পরে আশঙ্কাজনক অবস্থায় মন্ত্রীকে তাৎক্ষণিকভাবে পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হলেও তাকে বাঁচানো যায়নি। খবর পেয়ে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছান পুলিশের মহাপরিদর্শক।
পুলিশ জানিয়েছে, অন্য গাড়ির পাঁচ আরোহীকে আটক করা হয়েছে এবং তদন্তের জন্য নিকটবর্তী থানায় স্থানান্তর করা হয়েছে। এছাড়া গাড়িতে মন্ত্রী একা ছিলেন নাকি তার সঙ্গে আরও কেউ ছিলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশের একটি সূত্র অবশ্য জানিয়েছে, মন্ত্রী নিজেই গাড়ি চালাচ্ছিলেন।
হাসপাতালের সূত্র জানায়, দুর্ঘটনায় মন্ত্রীর মাথায় গুরুতর আঘাত লাগে। আর এর ফলে তার মৃত্যু হয়েছে। তারা জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম (ফজল) এর অফিসিয়াল অ্যাকাউন্টের একটি টুইট অনুসারে, রোববার দুপুর ২টায় লাকি মারওয়াতের তাজবি খেল এলাকায় মুফতি আবদুল শাকুরের জানাজা অনুষ্ঠিত হবে।
দ্য ডন বলছে, মুফতি আবদুল শাকুর বেশ সোচ্চার জেইউআই-এফ নেতা ছিলেন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের, বিশেষ করে পিটিআইয়ের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতার জন্য তিনি পরিচিত ছিলেন। তিনি মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্ল্যাটফর্ম থেকে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি লাকি মারওয়াতের বাসিন্দা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং নিহতের জন্য প্রার্থনা করেছেন। একইসঙ্গে মুফতি আবদুল শাকুরকে জেইউআই-এফ এর একজন ‘গতিশীল ও আদর্শিক নেতা’ এবং ভালো মানুষ হিসেবেও অভিহিত করেছেন তিনি।
পৃথকভাবে করা এক টুইট বার্তায় শেহবাজ বলেন, ‘বন্ধু, সহকর্মী এবং মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য মুফতি আব্দুল শাকুরের আকস্মিক মৃত্যুতে’ তিনি গভীরভাবে দুঃখিত হয়েছেন। তিনি তাকে একজন ‘পণ্ডিত, আদর্শিক রাজনৈতিক কর্মী এবং ধার্মিক ব্যক্তি’ হিসাবেও স্মরণ করেন।
এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি, পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি, জাতীয় পরিষদের স্পিকার পারভেজ আশরাফ এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বও মন্ত্রীর দুঃখজনক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
অন্যদিকে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী এবং ফয়সাল জাভেদও তাদের শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের জন্য প্রার্থনা করেছেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: